পূজা–আদরের ‘নাকফুল’ কবে আসছে
প্রতিনিধিঃ
বিনোদন ডেস্ক
‘নাকফুল’ ছবির যাবতীয় কাজ শেষ হয়েছে আরও দেড় বছর আগে। তারপরও ছবিটির মুক্তির খবর নেই। এর আগে একাধিকবার যদিও মুক্তির কথা শোনা গিয়েছিল। অবশেষে গতকাল মঙ্গলবার পরিচালক অলোক হাসান সমবানীকে জানালেন, ‘নাকফুল’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা।
পূজা চেরী ও আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘নাকফুল’। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান। সিনেমার দৃশ্যধারণ হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। সিনোমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘“নাকফুল” একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’
আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরি হয় সম্পর্ক। ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি, এ সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘নাকফুল’ প্রসঙ্গে পরিচালক অলোক হাসান বললেন, ‘আমাদের ছবিটি ভালোবাসার। চমৎকার প্রেমের গল্প। ভালোবাসা দিবসে মুক্তি দিতে পারলেই বেশি ভালো। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানও আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি দিতে চাইছে।’
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
