রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে সাফারি পার্কটি সোয়া তিন মাস পর দর্শনার্থীদের  পদচারণায় মুখরিত হয়ে উঠেছে

০ টি মন্তব্য 19 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে সাফারি পার্কটি সোয়া তিন মাস পর দর্শনার্থীদের  পদচারণায় মুখরিত হয়ে উঠেছে | সমবানী

ছাত্র-জনতা আন্দোলনে ভাঙচুরে বন্ধ হয়ে যাওয়া গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কটি সোয়া তিন মাস পর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেঠে,বেড়েছে প্রাণীর সংখ্যাও।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯ টা থেকেই দর্শনার্থীদের জন্য পার্কটির প্রবেশ পথ খুলে দেয় পার কর্তৃপক্ষ। পত্রিকায়, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে পার্কটি খুলে দোর সংবাদে পেয়ে সকাল থেকেই দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে দেখা গেছে।

দীর্ঘদিন পর সাফারি পার্ক খুলে দেওয়ায় পার্কে আগত দর্শনার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিনোদনের জন্য এ প্রতিষ্ঠান খুলে দেওয়ায় মানুষ উৎফুল্ল। তবে শুক্রবার ছুটির দিন হওয়াতে পার্কে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক রক্ষা করা গেছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে সাফারি পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্ক বন্ধ থাকা অবস্থায় এখানে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার বন্যপ্রাণীগুলোর প্রজনন অনেকটা বেড়েছে। ‘যেহেতু, এতদিন এখানে কোনো কোলাহল ছিল না, লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এসব প্রাণীগুলো দর্শনার্থীদের জন্য একটি বাড়তি আকর্ষণে যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, ‘সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশেও এসেছে ব্যাপক বৈচিত্র্য। গাছগুলোতে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। পানকৌড়ি, ঘুঘুসহ অসংখ্য প্রজাতির ঘুঘু ও বক এসে ভরে গেছে। যে পাখিগুলো বাসা বেঁধেছে তারাও বাচ্চা দিয়েছে। সব মিলিয়ে পার্ক এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন পার্কের পূর্বের নাম পরিবর্তন না হলেও পার্ক চলবে গাজীপুর সাফারি পার্ক নামে। তবে পার্কের পূর্বের নাম পরিবর্তন করে গাজীপুর সাফারি পার্ক নামকরণের প্রস্তাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম।

তিনি জানান, পর্যটন সৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেয়া হয়েছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মুল ফটক ভেঙ্গে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ প্রায় সোয়া তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে চালু করা হয়েছে। তিনি অরও বলেন, আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি, ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। তিনি বলেন, পার্কটির পূর্বের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন এ পার্কে হামলা চালানো হয়। এ সময় এক দল দুর্বৃত্ত মূল ফটক ভেঙে পার্কের ভেতরে প্রবেশ করে অফিসকক্ষ, পর্যটক বহনকারী যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। হামলা চলাকালে পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় সাফারি পার্কের ভেতরে থাকা বেশ কিছুসংখ্যক প্রাণী খোয়া যায়। পার্ক কর্তৃপক্ষ বলছে, সবমিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। পরবর্তী সময়ে নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে পার্কটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading