গৌরনদীতে ফিলিং স্টেশন মালিকানা বিরোধে উত্তেজনা, তালা বন্ধ
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে মেসার্স আরিফ ফিলিং স্টেশনে নামে পেট্রোল পাম্পে ফের হামলা চালিয়ে দখল নেয়ার চেস্টায় পাম্পের কর্মচারির উপর হামলায় আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাম্পের মালিক ও স্থানিয় সুত্রে জানা গেছে উপজেলার কটকস্থলে মেসার্স আরিফ ফিলিং স্টেশনে নামে পেট্রোল পাম্পটির প্রকৃত মালিক মো. হারুনর রশিদ তার একমাত্র পুত্র সন্তানের নামে নিজ জমিতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি পট্রোল পাম্প ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। এত মূলধনের কিছু সংকট পরায় বিগত সরকারের আমলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সির সাথে একটি চুক্তির মাধ্যমে ফিলিং স্টেশনটি আংশিক (৩৩ভাগ) মালিকানা দেয়ার শর্তে চুক্তিবধ্য হয়।
হিরা মাঝি ও তার ভাই মানিক মাঝি ফরহাদ মুন্সির সাথে একটি চুক্তির মাধ্যমে ফিলিং স্টেশনটি মালিকানা দাবি করে¡ শতাধিক লোকজন নারি-পুরুষ নিয়ে গতকাল সকাল ৯টার দিকে দখলের চেস্টা চালায়। এসময় পাম্পের মালিক হারুন বেপারীর ওপর হামলার চেস্টা ও অফিস কক্ষে তালা লাগানোর চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে কর্মচারী হুমায়ুন এর উপর হামলা চালিয়ে তাকে আহত করেন।
ঘটনার খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ঘটনাস্থলে পৌঁছালে হিরা মাঝি ও তার ভাই মানিক মাঝি তাদের ভাড়া করে আনা সহযোগি নারী পুরুষরা পালিয়ে যায়। স্থানিয়রা কর্মচারী পাম্পের আহত কর্মচারি হুমায়ুনকে উদ্ধার করে গৌরনদী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেনকে এ বিষয়ে সঠিক তদন্তর মাধ্যমে মুল মালিককে পাম্প বুঝিয়ে দিতে বলেন।
পাম্পের মালিক হারুনর রশিদ বেপারী জানান, আমার স্বাক্ষর জাল করে হিরা মাঝির পক্ষে তার বাবা মজিবুর মাঝির নামে ও ফরহাদ মুন্সির অংশ মানিক মাঝির নামে আরেকটি চুক্তি করেন, যা সম্পূর্ণ অবৈধ।
হারুন রশিদ বেপারীর মেয়ে পপি জানান, ৫ আগস্ট ২০২৪ এর পরে থানায় অভিযোগ দিয়েও অভিযুক্তরা উপস্থিত হয়নি। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে তিনি নোটিশ দিয়ে দুই দফা শুনানি করেন এবং হিরা মাঝি ও মানিক মাঝি গংদের ফিলিং স্টেশনের আশপাশে না যেতে নির্দেশ দেন।
নির্দেশ উপেক্ষা করে ঐ সময় তারা হিরা মাঝি ও তার ভাই মানিক মাঝি স্টেশনে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পাম্পের মালিকের মেয়ে পপি বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করলে হিরা মাঝি ও তার ছেলে সিফাত মাঝিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। হিরা মাঝিকেও গ্রেফতার করা হয়। তারা জামিনে এসে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
পপি আরও জানান, অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের বদলি জনিত কারনে তার অন্যত্র বদলি হলে উপজেলা নির্বাহী অফিসারের দেয়া নির্দেশ উপেক্ষা করে এই সুযোগে গতকাল শনিবার সকাল ৯টার দিকে তারা স্টেশনে ফের আবার হামলা চালায়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.