সিলেট বিএনপির কর্মসূচি বাতিল সিলেট আসছেন না বিএনপি খালেদা জিয়া
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

সিলেট আসছেন না বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া।
সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি; যদিও ইতিমধ্যে বিমানবন্দরে স্বাগত জানাতে প্রস্তুত নিয়েছিল সিলেট জেলা ও মহানগর বিএনপি। এর মধ্যে আজ সন্ধ্যায় সেই প্রস্তুতি বাতিল করেছে সহানীয় বিএনপি।
বাতিল জানিয়ে গণমাধ্যম প্রেরিত এক বিবিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে সোমবার (৫ মে) দেশে ফিরছেন। তাঁর আগমন উপলক্ষে সিলেটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিলো।
তবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রাবিরতির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সিলেট বিএনপি সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে।
আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়।
আর তাই সিলেট জেলা-মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীদের সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.