শহীদ সেলিমের নবজাতক মেয়ের নাম রাখলেন ডা: শফিকুর রহমান।। নিলেন সব দায়িত্ব
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি

আগষ্ট গনঅভ্যুত্থানে শহিদ ঝালকাঠির সেলিম তালুকদারের নবজাতক কন্যার নতুন নাম রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ী এলাকার নানা বাড়ীতে শহিদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে যান জামায়াতের আমীর। এ সময় তিনি নবজাতকের নাম রাখেন সায়িমা সেলিম।
পবিত্র রমজান মাসে জন্মগ্রহন করায় সিয়াম শব্দ থেকে তিনি এই নামকরন করেন। জামাযাত আমীর ডা: শফিকুর রহমান এই নবজাতকের লেখাপড়াসহ বিয়ে পর্যন্ত দায়িত্ব নেয়ার ঘোষনা দেন। গত জুলাই মাসে বৈসম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় ১আগষ্ট তিনি মৃত্যুবরন করেন। গত ৯ মার্চ শহিদ সেলিমের স্ত্রী সুমি আকতার ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
এই নবজাতককে দেখতেই মুলত জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান সোমবার হেলিকপ্টার যোগে ঝালকাঠি আসেন। শহিদ সেলিমের স্বশুরের বাসায় যাবার পূর্বে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমীর শফিকুর রহমান। পথসভায় তিনি বলেন, অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জ্বালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিচার নিয়ে কোন সময়ক্ষেপন মেনে নেয়া হবেনা। আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবেনা বরং আখেরাতের সম্পদ বাড়বে বলেও তিনি মন্তব্য করেন। ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.