সিলেটে তারুণ্যের সমাবেশ সফলে প্রচার কার্যক্রমের কর্ম পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন ও শীর্ষক সেমিনার
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটের একটি হোটেলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রচার কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক দুইদিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান ১০মে সকালে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী এই সেমিনারে সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। বলেছেন, সৎ সাহস নিয়ে জনগনের সেবা করতে পারলে দেশের দ্রুত উন্নয়ন হবে। সীমিত সম্পদের সুষম ব্যবহার করে জনগনকে উদ্বুদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
মানবিক হয়ে অন্যের জন্য করতে পারলে দেশ ও জাতির উপকার হয়। সবসময় নিজেদের হালনাগাদ থাকতে হবে। কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সরকারের সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছানো যাবে। এ সময় তিনি পরিকল্পনা প্রণয়নের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। আগামী দিনের কার্যক্রমের ধরন, তারুণ্যের ক্ষমতা, শিল্প বিপ্লব, আগামী দিনের কর্মসংস্থান, সামাজিক পরিবর্তন ও সামাজিক সেবা বৃদ্ধি, কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বিষয় তার উপস্থাপনায় উঠে আসে।
সেমিনারটিতে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসুয়া বড়ুয়া সৃজনশীলতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবায় তরুণদের ভূমিকা এবং পরিচালক ডালিয়া ইয়াসমিন তারুণ্যের ভাবনা ও রাষ্ট্রীয় যোগাযোগ কৌশল নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেছেন, গুজব প্রতিরোধ ও সনাক্তে আমাদের কার্যকরী অবদান রাখা বাঞ্ছনীয়। ডিজিটাল যুগে তথ্য যেমন দ্রুত ছড়ায় তেমনি ভুল তথ্য বা অপতথ্য আরও দ্রুত ছড়িয়ে ভাইরাল হয়। এতে সামাজিক বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি হয়। তাই আমাদের দায়িত্ব হবে গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকা, যাচাই-বাছাই ছাড়া কোন তথ্যে বিশ্বাস না করা এবং সমাজকে তথ্য সচেতন করে তোলা।
সেমিনারটিতে সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.