ভাণ্ডারিয়ার কুখ্যাত ডাকাত কাইউম কবিরাজঢাকার সাভার থেকে গ্রেপ্তার
প্রতিনিধিঃ
আল আমীন আহমেদ, ভান্ডারিয়া

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকাস্থ সাভার এলাকাড অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোঃ কাইয়ুম কবিরাজ (৩০) কে গ্রেপ্তার করেছে।
সে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আলম কবিরাজের ছেলে। সে ভাণ্ডারিয়া ও শরণখোলা থানার ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী। গতকাল বুধবার পুলিশ স্কট এর মাধ্যমে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ আনওয়ার জানান, মোঃ কাইয়ুম কবিরাজ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি । ২০১৯ সালের ২ মাচর্ শরনখোলা থানার মামলা নং-০১, তারিখ-০২.০৩.২০১৯, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০ এবং জিআর-২৮/১৯ (শরনখোলা) এর ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী । দীর্ঘ ৫ বছর পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.