গৌরনদীতে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
প্রতিনিধিঃ
বি এম বেলাল, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (প্রস্তাবিত) উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়ির উঠানে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোসা. রিনা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (প্রস্তাবিত), সাদাকো-হাকন আইসিইজি লিঃ ও মাদার তেঁরেসা চ্যারিটি-এর চেয়ারম্যান এইচ.এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, খায়রুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, টরকী বন্দর বাইতুল সুজুত জামে মসজিদের সাধারন সম্পাদক মো. আবুল ফয়েজ।
বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. আবুল কালাম তালুকদার, মো, আলী হোসেন-প্রমূখ। শেষে বিভিন্ন এলাকার গরীব ও দুঃস্থ ২১পরিবারের মাঝে খাদ্য (চাল ও আটা) সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.