লাখাইয়ে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার
প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম, লাখাই, হবিগঞ্জ

গত বৃহস্প্রতিবার রাতে সিলেট দক্ষিণ সুরমা ভার্থখলা নামক স্থানের একটি আবাসিক হোটেল থেকে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন মোড়াকরি ইউনিয়নের লখনাউক গ্রামের মৃত রজব আলীর ছেলে মাওলানা সফিকুল ইসলাম।
সূত্রে জানা যায়,লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আল আমীন এর বাড়ীতে আত্মীয়তার সুত্রে আসামী মাওলানা সফিকুল ইসলাম বেড়াতে আসে এবং বৃহস্পতিবার দুপুরে আল আমীনের ছেলে মোজাম্মিল মিয়া (৫) কে বুল্লা বাজারে পোশাক কিনে দেয়ার নাম করে মুজাম্মিল কে বাড়ী থেকে নিয়ে আসে। পরবর্তীতে অনেক সময় পার হয়ে যাওয়ার পর মুজাম্মিল কে নিয়ে আসামী মাওলানা সফিকুল ইসলাম না আসায় মুজাম্মিলের পিতা সহ তার আত্মীয়স্বজনরা দিনভর অনেক খোজাখোজের পর মুজ্জামিলের কোনো সন্ধ্যান না পেয়ে ভিকটিম মুজ্জামিলের দাদা আব্দুস শহিদ বৃহস্পতিবার রাতে লাখাই থানায় একটি জিডি করেন।
লিখিত জিডি পাওয়ার পর চৌকস এসআই শৈলেশ চন্দ্র দাসের নের্তৃত্বে অভিযানে নামেন লাখাই থানার একটি পুলিশ টিম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার ঐ রাতেই সিলেট দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় সিলেট ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে রাত সাড়ে ৩ টায় অপহৃত মুজাম্মিল (৫) কে আসামীর কাছ থেকে উদ্ধার করে আসামীকে আটক করে লাখাই থানায় নিয়ে আসে। এঘটনায় ভিকটিম মুজ্জামিলের দাদা আব্দুস শহিদ বাদী হয়ে মাওলানা সফিকুল ইসলামকে আসামী করে গতকাল শুক্রবার লাখাই থানায় একটি অপহরণ মামলা করেন।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী ভিকটিম উদ্ধার সহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামীকে গতকাল শনিবার হবিগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.