মোংলায় আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধ দাবি
প্রতিনিধিঃ
কাজীওমর ফারুক , মোংলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ইসকন কর্তৃক মসজিদ ভাঙচুর ও চট্টগ্রাম আদালত চত্ত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমা বাদ উপজেলার বাজার জামে মসজিদের সামনে থেকে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ শাপলা চত্বর এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। এসময় আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: রেজাউল করিম, হাফেজ মাও: মুফতি জাহিদুল ইসলাম সাদী, মাও: আব্দুর রহমান, মাও: আব্দুলাহ আল মারুফ, মাও: আব্দুল আজিজ নোমান, হাফেজ মাও: ইসমাইল বিন আব্দুল আজিজ, হাফেজ হুসাইন রাজু, হাফেজ রিয়াদুল ইসলাম সাকী প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.