কুড়িগ্রামে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

আগামী ২৫মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঊপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন এবং প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার যথাযথভাবে দুটি দিবস পালনে কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তাদের দিবস দুটি যথাযথভাবে পালনে ভূমিকা রাখার আহবান জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.