ফুলপুর উপজেলা প্রশাসনিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
প্রতিনিধিঃ
মোঃকামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ

আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ডবাজার, এবং আমুয়াকান্দা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় মোট ৫ টি মামলায় ১২০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ।
এসময় অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের এস আই মোঃ তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্য।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.