শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে বিএনপির গণ সংবর্ধনার জনসমুদ্রে নুরুল ইসলাম নয়নশহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাসন
print news | চরফ্যাশনে বিএনপির গণ সংবর্ধনার জনসমুদ্রে নুরুল ইসলাম নয়নশহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন | সমবানী

ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারন খন্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে। যে জাতীয়তাবাদ দেশের প্রতিটি মানুষকে পরিচয় করে দিয়েছে। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন তিনি। জিয়াউর রহমান একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে বিদেশে চিকিৎসা নিতে যাননি।’

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন। এমনকি তিনি একটি গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন।

নয়ন বলেন, ‘যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামীলীগ রয়েছেন, তারা যেন কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামীলীগ ক্ষমতা থাকার সময় তারা বলেছে, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন আওয়ামীলীগের কর্মী বিএনপি দ্বারা নিহত হননি। আমরা তাদের বাড়ী-ঘর পাহারা দিয়েছি।’

এসময় ভোলা জেলা বিএনপি, চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর এলাকাসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত লক্ষাধিক কর্মীসমর্থক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading