ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা

ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামের পূর্ণাঙ্গ শ্রমনীতি বাস্তবায়ন হলেই শ্রমিকদের পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই ইসলামী শ্রমিক কল্যাণের বিধান বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা ০৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রেলি পরবর্তী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১ মে বৃহস্পতিবার চরফ্যাশন সদর রোডের ন্যাশনাল ব্যাংক চত্বরের সমাবেশে তিনি আরো বলেন, যে দিন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছিল সে দিন থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, যার জ্বলন্ত উদাহরণ যখন চরফ্যাশনের বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় দু’চাকা, তিন চাকার পরিবহনসহ বিভিন্ন পরিবহন হতে টোল আদায় চলছিল। সে দিন থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রশাসনের কাছে টোল আদায় বন্ধ করার জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি এবং হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা বলে তাদেরকে সতর্ক করেছিল ।
আমি নিজেও দুলারহাট, দক্ষিণ আইচা, আটকপাট বিভিন্ন সমাবেশে এ ব্যাপারে কথা বলেছি। বন্ধ করার জন্য প্রশাসনের সাথে কথা বলেছি। হাইকোর্টের কাগজপত্র উত্তাপনের পরও কয়েকদিন টোল আদায় করা হয়েছিল, এতে শ্রমিক ভাইদের ওপর আর্থিকভাবে জুলুম করা হয়েছিল। তিনি এ সব অনিয়মের বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভবিষ্যতে সোচ্চার থাকার পরামর্শ দেন ।
চরফ্যাশন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাস্টার শামসুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাকসুদুর রহমান, চরফ্যাশন উপজেলা সিএনজি ও অটোরিকশা শ্রমিক সেক্টরের সভাপতি নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জেলে শ্রমিক সেক্টরের আব্দুর রহমান , লোড-আনলোড সেক্টর, চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো: ইসমাইল প্রমূখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাড়াও বাংলাদেশ জাতীয়য়াবাদী শ্রমিক দল, বাংলাদেশ শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে শ্রমিক দিবস উপলক্ষে রেলি। বের করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.