বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মনপুরায় ১১ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার শান্তিপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু

০ টি মন্তব্য 5 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সীমান্ত হেলাল, মনপুরা
print news | মনপুরায় ১১ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার শান্তিপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু | সমবানী

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ভোলা জেলার মনপুরা উপজেলায় সনাতন ধর্মবলম্বিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১২ টা ১ মিনিটে উপজেলার হাজীর হাট ইউনিয়নে অবস্থিত প্রধান পূজামন্ডপ এআর পল্লীতে শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম সার্বজনিন দূর্গাপূজা মন্দিরে প্রধান পুরোহিতের পূজার মাধ্যমে দেবী দূর্গার আমন্ত্রন ও অধিবাস শুরু হয়।

এছাড়াও একইসাথে উপজেলার ১১ টি মন্ডপে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পূজা মন্ডপগুলোতে আগের মতো আলোকসজ্জা না থাকলেও ধূপের ধোঁয়া, ঢাকের বাদ্য, কাশর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনীতে মুখরিত হয়ে উঠেছে।

মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে মঙ্গলময় দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। আশরিক শক্তিকে পৃথিবী থেকে দুর করতে সেরশ প্রচারে দূর্গতিনাশিনী দেবী দূর্গার আরাধনা করা হয়েছে।

এছাড়াও দেবী দূর্গা ভক্তদেরকে পাপ থেকে মুক্তি দিয়ে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাসের মাধ্যমে শান্তি স্থাপন করবেন বলে আশাবাদী ভক্তরা।

মহাষষ্ঠী পূজা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীল রতন দাস, সাধারন সম্পাদক অনুপম দাস ও সাংগঠনিক সম্পাদক সাধন চন্দ্র বনিক। এছাড়াও উপজেলার ১১ টি মন্ডপে স্ব-স্ব নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামানের উদ্যোগে একাধিকবার পূজা উদযাপনে প্রস্ততি সভা, আইন শৃঙ্খলা সভা, এবং ধর্মিয় ও রাজনৈতিক নের্তৃবৃন্দের সাথে মতবিনিয় সভা করা হয়। এবং পূজাকে স্বার্বজনিনভাবে উদযাপন ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, সনাতন ধর্মাবলম্বি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও তদারকি করা হচ্ছে।

এদিকে পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে বিদ্যুত সরবরাহের সীমাবদ্ধতা বিবেচনা করে ২ টি করে সোলার পাওয়ার সাপোর্টেড আইপি সিসিটিভি সংযোজন করা হয়েছে।

উপজেলা শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অনুপম দাস জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মিয় ভাবগাম্ভির্যতা বজায় রেখে শারদীয় দূর্জাপূজা উদযাপন হচ্ছে। উপজেলা প্রশাসন, যৌথবাহিনী, পুলিশ ও রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছে। এবং সহযোগিতা করে যাচ্ছে। আশাকরি পবিত্র দূর্গাপূজার সকল কার্যক্রম সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading