বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক সাগরকূল সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ

০ টি মন্তব্য 22 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বামনা (বরগুনা)
print news | দৈনিক সাগরকূল সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ | সমবানী

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিনের সদস্য মোঃ সোহেল (৩৪) পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় ৭৯ জনের নামে এবং ৬০/৭০ জন অজ্ঞাতনামা আসামি করে দায়ের করা মামলায় বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক যুগান্তরের সাংবাদিক এবং বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিনকে আসামী করা হয়েছে।

জানা যায় যে, পটুয়াখালী জেলার সদর উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল বাদী হয়ে ঢাকা সিএমএম আদালতে ৩০ সেপ্টেম্বর মামলা দায়ের করে। যার সিআর মামলা নম্বর-৩৫৬/২৪। আদালত ঢাকার খিলগাঁও থানার অফিসার ইনচার্জকে ৫(পাঁচ) কার্য দিবসের মধ্যে নালিশী দরখাস্তটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করেন। রাজধানীর খিলগাঁও থানায় অফিসার ইনচার্জ শনিবার (০৫ অক্টোবর) মামলা রুজু করেন। যার জিআর খিলগাঁও থানার মামলা নম্বর-৬(১০)২৪।

ওই মামলায় বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক যুগান্তরের সাংবাদিক এবং বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিনকে আসামী করা হয়েছে। অথচ মামলার উল্লেখিত ঘটনার সময় ০৪ আগষ্ট ২০২৪ তারিখ বিকাল ৫:৩০ টায় মোঃ নেছার উদ্দিন তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

মামলার অপর এক আসামী বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ নিজ বাড়িতে অবস্থান করলেও তাকে মামলায় আসামী করা হয়েছে।
মামলার বাদী মোঃ সোহেল বলেন, তিনি বর্তমানে গ্রামের বাড়িতে রয়েছেন। বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক যুগান্তরের সাংবাদিক এবং বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিনকে আমি চিনি না এবং তাকে আমি আসামী করি নাই।

এদিকে, বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক যুগান্তরের সাংবাদিক এবং বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিনকে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, বরগুনা প্রেসক্লাব, বামনা প্রেসক্লাব, পাথরঘাটা প্রেসক্লাব, বেতাগী প্রেসক্লাব, আমতলী প্রেসক্লাব ও তালতলী প্রেসক্লাব। একই সাথে পেশাদার সাংবাদিকদের এ ধরনের মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক এবিএম বজলুর রহমান খান রুমি বলেন, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ রকম মিথ্যা মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে এদেশের গণমাধ্যম কর্মীরা। তাই স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading