বাজারে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শ্রীপুরে ন্যায্য মূল্যে ছাত্রদলের সবজি বিক্রি
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)

দেশের বাজারে দ্রব্যমূলের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাজীপুরের শ্রীপুরে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম চালু করেছে শ্রীপুর হেডকোয়ার্টার ছাত্রদল। শনিবার(২৩ নভেম্বর) দুপুরে শ্রীপুর কাচাবাজারে পৌর ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান রিয়াদের সার্বিক তত্বাবধানে বাজার কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন যুবদল নেতা সমাজ সেবক নাসিম মন্ডল। এসময় যুবদল নেতা শামিম আহমেদ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলজার হোসেন মন্ডলন,১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ প্রধান ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
মাহমুদুল হাসান রিয়াদ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা এখানে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। আমরা বাজারের সিন্ডিকেট ভাঙতে, ও কৃষক যাতে ন্যায্যমূল্যে বিক্রি, সাধারণ ভোক্তারা যেন ন্যায্যমূল্যে শাক সবজি ক্রয় এবং মুনাফা লোভীরা যেন অতিমুনাফার লোভে সাধারণ ক্রেতাদের হয়রানি করতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমাদের ন্যায্য মূল্যের বাজার সারাদিনই খোলা থাকবে। বাজারে অসহায়দের জন্য সবজি দান বাক্সও রাখা হবে, ক্রেতারা ইচ্ছে করলে সেখানে দানও করতে পারবেন। আমাদের কার্যকম সামনে আরও বড় পরিসরে করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.