পালিয়ে বিয়ে করতে এসে প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু! আপহরণ মামলায় দুই বন্ধু করাগারে
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সাথে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক কাজী আনতে গেলে সেই প্রেমিকাকে নিয়েই পালিয়ে যায় বন্ধু। আর অপহরণের মামলায় প্রেমিক ও তার বন্ধুকে যেতে হলো কারাগারে। গত সোমবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩নাম্বার ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটো রিকশা চালক মোঃ হাসান (২৯) এর সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।
কপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুসারে সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে বন্ধু মোঃ ইলিয়াস খান (২৩) এর সহয়তায় বাড়ি থেকে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে আসে। সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায়।
এই সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যার্থ হয়। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনদের কাছে ধরাপড়ে।
এ ঘটনায় কিশোরির বাবা তাবলীগ জামায়াতে থাকায় এবং মা পর্দাশীল হওয়ায় সংশ্লিস্ট ওয়ার্ডের চৌকীদার মোঃ জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। সেই মামলায় পুলিশ হাসান ও ইলিয়াস কে রাতেই গ্রেপ্তার করেছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, ওই কিশোরীকে অপহরণ করায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠিয়েছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.