কানাইঘাটে স্যানসিটাইজেশন সভায় ইউএনও ফারজানা নাসরিন বন্যার সাথে সাথে যুদ্ধ করে কানাইঘাটের মানুষ
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট

সিলেট জেলা তথ্য অফিস কানাইঘাট উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা আয়োজন করে ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে।
কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এর উপর গুরুতারোপ করে আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, উপজলা সমাজসেবা অফিসার মো. জিলানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত কনাইঘাট উপজেলার জনসাধারণ প্রতিনিয়তই বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছে। বছরে এক বা একাধিক বন্যায় এ এলাকার ঘর-বাড়িসহ ক্ষতি হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তবে এ সকল ক্ষতি কমিয়ে আনা যায় যদি বন্যার পূর্ব প্রস্তুতি থাকে। আর সে লক্ষ্যেই জেলা তথ্য অফিস, সিলেট এ আয়োজন। অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে আহরিত তথ্যসমূহ সকলের নিকট পৌঁছানোরও আহ্বান জানান তিনি।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.