ঘোড়াঘাটে ট্রাক চালক ধরিয়ে দিলো ২ চোরকে
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করা গরুসহ ২ চোরকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন গরু বহনকারী এক ট্রাক চালক।
বুধবার (১১জুন) পৌরশহরের চাম্পাতলী এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা চুরি করা গরুসহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক মিন্টু পাহাড়ী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার আজিজ মন্ডলের ছেলে মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল করীম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চুরি করা গরু জয়পুরহাটে বিক্রি করার জন্য একটি ছোট ট্রাক ভাড়া করে দুই চোর। ট্রাকে গরু উঠানোর পর চালকের কাছে তাঁদের কথা বার্তা সন্দেহজনক মনে হয়।
সে সময় বুদ্ধি খাটিয়ে তাদেরকে কিছু বুঝতে না দিয়ে চালক তার পরিচিত পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল (সংরক্ষিত) জোসনা বেগমকে বিষয়টা জানান এবং কৌশলে ট্রাক চালিয়ে গরুসহ ওই দুই জনকে পৌরশহরের চাম্পাতলী এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা লোকজনের হাতে গরুসহ ওই দুইজনকে তুলে দেন ট্রাক চালক। পরে ওই এলাকার মিন্টু পাহাড়ি নামে এক ব্যক্তি গরুটি নিজের বলে সনাক্ত করেন।
এর আগে গেল মঙ্গলবার (১০ জুন) গভীররাতে পৌরশহরের চাম্পাতলী এলাকার মিন্টু পাহাড়ির বাড়ির মাটির দেওয়াল কেটে একটি গাভিন গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগটি মামলা রুজু করে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামীদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.