গ্লোবাল লিডারশিপ সামিটে ছাত্রনেতা আকরামকে নির্বাচিত করল যুক্তরাষ্ট্র
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদীয়মান গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে আয়োজিত গ্লোবাল লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ দিতে বাংলাদেশের ছাত্রনেতা আকরাম হুসাইনকে নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এ বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এ সদস্য সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে প্রতি বছর লিডারশীপ এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, যা আইভিএলপি নামে পরিচিত। ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আকরাম হুসাইনকে নির্বাচিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।
আকরাম বলেন, এর ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি জুলাই-অভ্যুত্থানের শহীদদের গল্প তুলে ধরব সবার সামনে। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে গ্লোবাল লিডারদের সহযোগিতা চাইবেন বলে জানান তিনি।
ছাত্রজনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ পালন করেন আকরাম হুসাইন। বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতেও সদস্য হিসেবে রয়েছেন। আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে তিনি উদ্যোক্তা হয়ে একটি আইটি ফার্ম প্রতিষ্ঠা করেন।
আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। কুরআনে হাফেজ এই ছাত্রনেতা রমজান মাসে ধানমন্ডি ঈদগাহ মসজিদে তারাবি নামাজের ইমামতি করেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে সমাজচিন্তা নামে একটি পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.