সরকারকে সংস্কার শেষে অতিসত্তর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। –শহীদ উদ্দিন চৌধুরী এনি।
প্রতিনিধিঃ
জাকির জমাদ্দার' বাকেরগঞ্জ (বরিশাল)

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন বর্তমান সরকারকে সংসার শেষে অতিসত্তর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে,দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয়,অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শেখ হাসিনা, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।
চাল, ডাল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রীর দাম বেড়েই চলেছে। অর্ন্তর্র্বতী সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে। তিনি অর্ন্তর্র্বতী সরকারকে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে খুনি শেখ হাসিনার সহযোগী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি জানান।
তিনি আরও বলেন,অন্তবর্তী কালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা জুলাই -আগস্ট ২০২৪’এর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ বিএনপি’র উদ্যোগে গন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গন- সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিনের আহবায়ক,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান,বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু,বরিশাল জেলা বিএনপি দক্ষিনের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদ জমাদ্দার,সদস্য সচিব নাসির হাওলাদার,সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার,মিজানুর রহমান চুন্নু,কামরুজ্জামান মিজান মিয়া,
পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন,উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার,সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান,
সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার,পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন,সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার,সদস্য সচিব জসিম হাওলাদার সহ ১৪টি ইউনিয়ন,পৌরসভা ও অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী গনসমাবেশে অংশ গ্রহন করে। এর আগে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে বিভিন্ন শ্লেগান নিয়ে আসতে থাকে।যাহা গন সমাবেশ মহা সমাবেশে পরিনত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.