বানারীপাড়ায় বন্দর বাজারের নালাগুলো ময়লা-আবর্জনায় সয়লাব
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের বিভিন্ন অলিগলির নালায় ময়লা ও আবর্জনায় সয়লাব হয়ে পড়েছে।১৩ মে মঙ্গলবার বন্দর বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখা গেছে বাজারের গুরুত্বপূর্ণ নালাগুলো অব্যবহৃত পলিথিন ও প্লাস্টিকে পরিপূর্ণ হয়ে আটকে পড়েছে।নালাগুলো আটকে যাওয়ায় বৃষ্টির পানিসহ বাজারের দোকানগুলোতে ব্যবহৃত পানি সরতে পারছে না।
মাছ বাজারে ব্যবহৃত পানি,মাছ বাজারের প্বার্শবর্তী গোস্তের দোকানের ময়লা আবর্জনা ও বরফকলের পানি নদীতে নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ও দুর্ঘন্ধ ছড়াচ্ছে।বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি ডোবায় প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা দেখা গেছে।এসব পঁচা ও অপচঁনশীল আবর্জনায় ডেঙ্গু মশার জন্ম ব্যাপকভাবে বেড়েই চলছে এবং বাজারে আগমনকারী শিশুসহ বহু মানুষ এর দ্বারা আক্রান্ত হতে পারে।
এছাড়াও বেড়িবাঁধের উপরে পৌরসভার উদ্যোগে কয়েকটি শৌচাগার তৈরি করা হয়েছে যার মলমূত্র প্বার্শবর্তী নদীতে নেমে যায়।বাজারের বিভিন্ন চায়ের ও খাবারের দোকানে নদীর এ পানি ব্যবহৃত হয় যার দ্বারা ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ রোগ মানুষের শরীরে আক্রমন করতে পারে।সামান্য বৃষ্টিতে বাজারের বিভিন্ন গলি কর্দমাক্ত হয়ে পড়ে যার কারনে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাকে নানা বিড়ম্বনায় পড়তে হয়।এর মধ্যে বিভিন্ন দোকানদার বাজারের রাস্তার অনেকাংশই আটকে রেখে চৌকি পেতে তাদের বিক্রির পন্য নিয়ে বসে।
এতে পথচারীদের চলতে যেমন অসুবিধা হয় তেমনি পোহাতে হয় ব্যাপক ভোগান্তি।অটোচালিত গাড়িগুলোও খামখেয়ালি মতো বাজারে পার্কিং করে রাখায় জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।এসব ব্যাপারে বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, যে বন্দর বাজারের পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিম্নমানের যার কারণে তাদের সামান্য বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় এবং পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের পরিত্যক্ত জিনিসপত্র এ ধরনের সমস্যার জন্য দায়ী। তারা যথাযথ কতৃপক্ষের নিকট এ সমস্যা নিরসনের জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.