বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার সদস্য সচিব কর্তৃক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন

০ টি মন্তব্য 4 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কুড়িগ্রাম প্রতিনিধি
print news | বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার সদস্য সচিব কর্তৃক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন | সমবানী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব আল মিজান মাহিন কর্তৃক সাধারণ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রুবেল মিয়ার উপর হামলার প্রতিবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে হামলার তীব্র নিন্দা ও মাহিনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বহিস্কার করার আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমান।

তিনি বলেন, আল মিজান মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট শাখার আহ্বায়ক পদ প্রত্যাশী হলেও সদস্য সচিব পদ পেয়েছিলেন। এই ক্ষোভ থেকে ঘোষিত কমিটির সভাপতি তোফায়েল আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এ নিয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন।

এমনকি কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এসব নিয়ে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুবেল মিয়া প্রতিবাদ করায় তাকে ৯ মার্চ বিকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে রুবেলের উপর হামলা করে মাহিন ও তার সহযোগীরা। রুবেলের মাথায় ও ঘাড়ে কিল ঘুষি মেরে তাকে আহত করে।

পরে স্থানীয় ওসমান আলী বসুনিয়াসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাজারহাট থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখায়ও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও মাহিন বিভিন্ন অরাজকতা করলে তার সহকর্মী আরিফুল প্রতিবাদ জানায়। এ প্রতিবাদের কারণে মাহিন আরিফুলকে মারধর করলে সে থানায় মামলা করে এবং দায়িত্বশীলগণ মাহিনকে বহিষ্কার করে। পরবর্তীতে মাহিন নিজের প্রভাব খাটিয়ে পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়।

তাই সকল বিষয় নিয়ে মাহিনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে বহিস্কারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি আমরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জিসান ইসলাম, হামলার শিকার রুবেল মিয়া, শিক্ষার্থী আসিফ মিয়া, রাকিবুল হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এ বিষয়ে অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব আল মিজান মাহিন বলেন, সোস্যাল মিডিয়ায় রুবেল মিয়ার পোস্ট নিয়ে কথা কাটাকাটি হলেও কোনো প্রকার সংঘাত হয়নি। সে এটিকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর রেশ ধরে বাড়িতেও তারা হামলা করেছে। যা রাজারহাট থানার ওসি ও ইউএনও মহোদয় অবগত রয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুরো বিষয়টি জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, মাহিনের বিষয়ে অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত সেল তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেবে। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading