জুলাই বিপ্লবীদের আগমন ঘিরে কুড়িগ্রামে এনসিপির প্রেস ব্রিফিং
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা সফল করতে প্রেস ব্রিফিং করেছে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটের দ্বিতীয় তলায় এনসিপি কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এনসিপি কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মো: মুকুল মিয়া প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় যুগ্ম সমন্বয়কারী ( প্রচার ও মিডিয়া) মো: রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মো: মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম সমন্বয়কারী (শ্রমিক ও বণিক) মোঃ মাসুম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুকুল মিয়া লিখিত বক্তব্যে বলেন, “বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা কাল (২ জুলাই) কুড়িগ্রামে আগমন করবেন। এই ঐতিহাসিক সফরের জন্য আমরা কুড়িগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের সাহসী ও সংগ্রামী নেতৃত্ব, ত্যাগ ও আত্মনিবেদন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের জন্য দিকনির্দেশনা তৈরি করেছে। আমরা এনসিপির কর্মীরাও তাদের দেখানো পথে দেশ গড়ার নতুন স্বপ্নে এগিয়ে চলেছি।”
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আগামীকাল (২ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা শুরু হবে। ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক (সিংহ চত্বর) গিয়ে পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের এই কর্মসূচির প্রতিটি ধাপ তুলে ধরার জন্য মিডিয়ার সকল ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এ সময় তিনি জানান, কর্মসূচিতে অংশ নেবেন অন্তত ২০ হাজার সদস্য। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা ট্রাফিক বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। এনসিপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পথযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর আগে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদ বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে আসছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
