কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক
প্রতিনিধিঃ
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার বিকাশ সেন্টারে এক বিকাশ প্রতারক জনতার হাতে আটক হয়েছেন। শনিবার (১০ মে) সকালে উপজেলার রাধানগর এলাকা থেকে স্থানীয় জনতা জাকির হোসেন (৪২) নামের ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিভিন্ন এজেন্ট ও গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।
চক্রটির অন্যতম সদস্য জাকির হোসেনের বাড়ি রংপুরে হলেও তিনি দীর্ঘদিন শ্রীমঙ্গলে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি হালিমা বাজার ও ঠাকুরবাজার এলাকার দুই বিকাশ এজেন্টের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আদিল টেলিকমের মালিক আবুল হোসেন জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন এজেন্টকে প্রতারণা করে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।
জানা যায়, জুয়েল মিয়া নামের একজন ব্যক্তি বিষয়টি কমলগঞ্জ থানার অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.