গণমাধ্যম দিবস পালিত
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর’ প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, মুক্ত আলোচনা সভা ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
আজ (শনিবার, ৩ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোরশেদ মানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, এখন টিভির হিলি স্থলবন্দর প্রতিনিধি সোহেল রানা,কালের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান সহ অনেকেই।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নুরে আলম সিদ্দিকী। এতে কয়েকটি জেলা ও উপজেলা থেকে প্রায় ৫০জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সাগর-রুনি হত্যা হত্যার বিচারসহ সকল নির্যাতিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.