বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

০ টি মন্তব্য 7 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে চিকিৎসকের গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ | সমবানী

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ লিংকনকে গলায় ফুলের মালা পরিয়ে ব্যঙ্গার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ করেছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে এই কর্মসূচি পালন করেন। কুড়িগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্নীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,কুড়িগ্রামের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে আমরা কুড়িগ্রামের সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি ।

উল্লেখ্য,এই হাসপাতাল নামমাত্র ২৫০ শয্যার হলেও বাস্তবে ১০০ শয্যারও যথাযথ পরিচালনার মতো পর্যাপ্ত জনবল নেই। চিকিৎসক, নার্স, স্টাফ ও পরিচ্ছন্নতাকর্মী সংকট চরমে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। ফলে কুড়িগ্রামবাসী মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া ওষুধের ঘাটতি,পরিচ্ছন্নতার অভাব ও দালাল চক্রের দৌরাত্ম্যসহ নানা সমস্যায় হাসপাতালটি জর্জরিত।

আমরা চাই, এসব সমস্যার দ্রুততম সময়ে কার্যকর সমাধান হোক। এর আগে শিক্ষার্থীদের একটি অংশ এসব সমস্যার সমাধানের দাবিতে অনশন করেছিলেন। এরই প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোন দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি। বরং তিনি দাবি করেন যে, হাসপাতালে উল্লেখ যোগ্য উন্নয়ন হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ব্যঙ্গার্থে ফুলের মালা পরিয়ে দেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—শুধু আশ্বাস দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট দ্রুত সমাধান করতে হবে।প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার নিশ্চয়তা দিতে হবে।হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে । এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading