কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামে আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, এখন টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এ বছর কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে মোট ৩লক্ষ ৩৪হাজার ৫০জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮৬৬জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯৬হাজার ১৮৪জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ৯৮৩জন কর্মী কাজ করবেন।
তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে।
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে মসজিদগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.