ঘোড়াঘাটে বাড়ীতে আগুন ৪টি ঘর পুড়ে ছাই ১০ লাখ টাকার ক্ষতি
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি জমা সংক্রান্ত হত্যা মামলার আসামীর বাড়ী ঘরে অগ্নি সংযোগ করেছে বাদীর লোকজনেরা। এতে ৪টি ঘর পুড়ে বিভিন্ন মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে বাবুল আকতার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছা বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছে।
বাবুল আক্তার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলগাড়ী শাহাপাড়া গ্রামের মোঃ গোফফার আলীর পুত্র মোঃ জিল্লুর রহমান (৫০), মৃত মোখলেছার রহমানের পুত্র মোঃ মোনাজ্জল হোসেন(৫৫) ও মোঃ গোলাপ মোস্তফার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৬) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী কৈপাড়া গ্রামের মোঃ বাবুল আকতার চৌধুরী ওরফে বাবু সাথে বিবাদীদের পূর্ব হতে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসতেছে।
উক্ত বিরোধের জের ধরে বিবাদীগণ স্বামী সহ তার ছেলেদের নামে মামলা করে। উক্ত মামলায় স্বামী ও ছেলেরা জেল হাজতে আটক রয়েছে। বিবাদীগণ স্বামী ও ছেলেরা জেল হাজতে থাকার সুযোগে আমার বাড়ীর গরু, ছাল, হাঁস, মুরগী, আসবাবপত্র লুটতরাজ করে নেয়।
আমি বিবাদীদের ভয়ে কৃষ্ণরামপুর গ্রামে আমার কন্যা মোছাঃ সুরুজতারা এর বাড়ীতে থাকি। বিবাদীগণ বাড়ীতে কেউ না থাকার সুযোগে মাঝে মধ্যে আমার বসতবাড়ীর টিন, টিউবওয়েল, বৈত্যুতিকমটর ইত্যাদি খুলে নিয়ে যায়।
১৩ মে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা একই উদ্দেশ্যে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া গ্যাস ম্যাচ ইত্যাদি লইয়া আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে আমার বসতবাড়ীর পূর্ব দূয়ারী ৩টি ঘর ও দক্ষিণ দুয়ারী একটি ঘর সহ মোট ৪টি ঘরে আগুন ধরে দেয়। এতে আমার বসতবাড়ীর ৪টি ঘর পুগে ভষ্মিভূত হয়ে ছাই হয়ে যায়।
যার ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা। পরবর্তীতে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের টিম আমার বাড়ীতে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে বাবুল আকতার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছা বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.