নতুন বছরকে বরন করতে প্রস্তুত কুয়াকাটার হোটেল মোটেলে গুলো।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরন করে নিতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে শেষ বিকলে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে কুয়াকাটায় আগমন ঘটে হাজারো পর্যটকদের। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে প্রতিনিয়ত ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকরা। পরিবার-পরিজন নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে আসেন প্রতি বছর অসংখ্য পর্যটকরা। প্রতিবছরের মতো এবছরও হোটেল-মোটেল ও ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি রয়েছে। কুয়াকাটার হোটেল- মোটেল ও রিসোর্ট গুলোতে রুম বুকড হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন হোটেল-মোটেল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ছাত্র- জনতার গনঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি,অর্থনৈতিক পরিস্থিতি কিছু টা আগের থেকে স্বাভাবিক রয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, প্রতিবছরে থার্টি ফার্স্ট নাইটের একসপ্তাহ আগে আমাদের পুরো হোটেল অগ্রীম বুকিং পেতাম কিন্তু এবছর তার একটু ভিন্ন চিত্র । বর্তমানে আমাদের হোটেল মোটেলে গুলোতে ৫০ শতাংশর মতো রুম বুকিং রয়েছে । এটি শুধু আমার হোটেলই নয় এটি পুরো কুয়াকাটার চিত্র।
হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক ইব্রাহিম ওয়াহিদ বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে আমাদের হোটেলে বিশেষ কোনো আয়োজন নেই। তবে ইচ্ছে ছিল আশানুরূপ পর্যটক হলে হোটেলে থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে একটি বড় আয়োজন করার। কিন্তু আশানুরূপ বুকিং আমরা পাইনি।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট,রুমান ইমতিয়াজ তুষার বলেন, বছরে যতগুলো বন্ধে কুয়াকাটায় পর্যটকে ভিড় থাকে, তার মধ্যে থার্টিফার্স্ট নাইট অন্যতম। তাই এই বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন থাকে। আর এবার আকাঙ্খার ৫০ শতাংশ বুকিং হওয়ায় কিছুটা আশাহত , হোটেল মালিক ও পর্যটকদের সেবাদান প্রতিষ্ঠান গুলো।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, প্রতি বছর ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ থাকে। কিন্তু এ বছর কিছুটা কম। তবে সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। পোশাকে এবং সাদা পোশাকে আমাদের টিম কাজ করছে। পর্যটক কম থাকলেও নিরাপত্তায় কোনো কমতি থাকছে না কুয়াকাটায়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
