মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

০ টি মন্তব্য 2 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | হিলিতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান | সমবানী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চার থেকে পাঁচ দিন ধরে ভারত থেকে আগত মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায়। অস্বাভাবিক হলেও হনুমানটির এমন অবাধ বিচরণ স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে আশ্চর্যের বিষয়, হনুমানটি একেবারেই হিংস্র নয়, বরং মানুষের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা এটির প্রতি গভীর আগ্রহ দেখা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ে দেখা যায় মুখপোড়া হনুমানটিকে। অফিসের সামনে ভিড় জমিয়েছে কৌতূহলী জনতা। কেউ ছবি তুলছে, আবার কেউ কলা কিংবা রুটি হাতে এগিয়ে দিচ্ছে তাকে। হনুমানটি কোনো ধরনের ভীতি বা প্রতিরোধ ছাড়াই সব খাবারই গ্রহণ করছে। শিশুদের সঙ্গে খেলাও করছে নির্ভয়ে।

উপজেলা আদর্শ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, সকাল থেকেই আমরা হনুমানটিকে দেখছি। সে আমাদের সঙ্গে খেলছে। আমরা তাকে কলা, রুটি দিচ্ছি, সবই খাচ্ছে। সে আমাদের কিছুই করছে না। তাকে খুব ভালো লাগছে আমাদের। যদি সে আমাদের সাথে যেতো, তাহলে আমরা তাকে বাড়ি নিয়ে যেতাম।

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান জানান, গতকাল রাত থেকেই আমাদের অফিস এলাকাতেই অবস্থান করছে মুখপোড়া হনুমানটি। ধারণা করা হচ্ছে ভারতীয় কোনো ট্রাকে করে সীমান্ত পেরিয়ে এটি হিলিতে এসেছে। বিষয়টি আমরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মানুষ-প্রাণীর অদ্ভুত সহাবস্থানে উৎসুক জনতা অপ্রত্যাশিত অতিথির মতো আগত হনুমানটিকে ঘিরে এখন পুরো এলাকায় চলছে আলোচনা। কেউ বলছেন এটি পথ হারিয়ে এসেছে, কেউ আবার অনুমান করছেন আগুনে পোড়া বা দুর্ঘটনায় আহত হয়ে এটি দলছুট হয়েছে। তবে যে কারণেই আসুক, স্থানীয়দের মনোযোগ এখন পুরোপুরি এই মুখপোড়া হনুমানকে ঘিরেই।

দিনভর সরকারি অফিস, বিদ্যালয় এলাকা ও বসতবাড়ির সামনে দেখা মিলছে তাকে। আর মানুষও তাকে বিরক্ত না করে বরং খাবার দিচ্ছে, পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এবং তার নিরাপত্তা নিয়ে সচেতনতার কথাও বলছে।
এদিকে, ছোট-বড় সবাই এখন অপেক্ষায়, কীভাবে শেষ পর্যন্ত যত্ন নেওয়া হবে ভারত থেকে আসা এই মুখপোড়া হনুমানটির।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading