হিলিতে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির ৩৯টি পরিবারের মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরন করা হয়েছে
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফজিার রহমান মলিন, হিলি।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির ৩৯টি সুফলভোগী পরিবারের মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরন করা হয়েছে। সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতালের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর চত্বরে সুফল ভোগীদের মাঝে এই বকনা তুলে দেওয়া হয়।
সেই সাথে গরু লালন পালনের জন্য বিভিন্ন ধরনের ওষধ বিনামুল্যে বিতরন করা হয়। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,ভেটিরিনারী সার্জন ডা.মোনতাসির মামুনসহ অনেকে। এদিকে বকনা পেয়ে দারুন খুশি ক্ষুদ্র নৃ তাত্বিক গোষ্ঠির সদস্যরা এসব লালন পালন করে সংসারের উন্নতির কথা ভাবছেন তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.