সুনামগঞ্জ জেলার উন্নয়ন ভাবনা ও সমস্যা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার উন্নয়ন ভাবনা ও সমস্যা সহ নানা বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিডি এলজি ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা সহ সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১১ মে রবিবার বিকাল ৫টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন সুনামগঞ্জ জেলার বোরো ফসল এবার বাম্পার ফলন হয়েছে।
কৃষক গণ তাদের উৎপাদিত ধান কর্তন সম্পন্ন করেন ভাল ভাবেই। এজন্য গত শুক্রবার সকল মসজিদ ,মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে। আগামী ১৩ মে বিকালে তাহিরপুর উপজেলার শনির হাওরের পাড়ে
ধান কর্তন করে গোলায় তোলার আনন্দে আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
জেলার গণমাধ্যম কর্মী গণ, আগাম বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সুনামগঞ্জ জেলার অভ্যন্তরীন নদী ,হাওর ও খাল খনন জরুরী বলে জানান। সুনামগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনার দাবী জানান। এছাড়াও
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ব্যবস্থা নিয়ে নানান পরামর্শ দেন। শহর থেকে চাপ কমাতে একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাবও আসে।
জেলা প্রশাসক বলেন, শহরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পৌর প্রাথমিক বিদ্যালয় গুলোর দায়িত্ব নিয়েছে পৌরসভা ও প্রশাসন। বড়পাড়া ও জলিলপুর অবহেলিত দুটি এলাকার একটি জায়গায় উচ্চ বিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে। শহরের তরুণদের খেলার জন্য ইনডোর, সুইমিং ক্লাব, মহিলাদের খেলা ও সাঁতার শেখার জন্য জন্য আলাদা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।
এছাড়াও শহরের দূরপাল্লার বাস গুলোর জন্য নতুন বাসস্ট্যান্ডের দ্রুত কাজ শুরু করার আশ্বাসও দেন। জেলার বিভিন্ন নদী ও হাওর, ফসল রক্ষা বাঁধ নিয়েও আলোচনা করেন। জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের সকল ইতিবাচক কর্মকান্ডে সহযোগিতার অনুরোধ জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.