ছয় বছরেও শেষ হয়নি বামনায় মডেল মসজিদ নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসুল্লিদের মানববন্ধন
প্রতিনিধিঃ
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা)
”আসসালাতু খয়রুম মিনাননাউ” মডেল মসজিদের মিনার হতে আযানের এই পবিত্র বাণীর আহবান শোনার অপেক্ষার পালা ৬ বছরেও শেষ হয়নি বরগুনার বামনা উপজেলার ধর্মপ্রান মুসুল্লিদের। দু’দফায় ঠিকাদার পরিবর্তন হলেও মডেল মসজিদের নির্মাণ কাজের শম্ভুকগতি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে স্বপ্ন অপূর্ণতার হাতাশা রূপ নিয়েছে জনঅসন্তোষে।
ঠিকাদার অপসরণ করে দ্রুত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০. টায়, উপজেলার গোলচত্ত্বরে বামনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছে স্থানীয়রা।
ইসলামি ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, বিশুদ্ধ ইসলাম প্রচারের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনা থেকে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র নির্মাণ উদ্যোগ নেয়। ইসলামিক বই বিক্রি, ইমাম প্রশিক্ষণ, ইসলামি গবেষণা, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ যাত্রীদের নিবন্ধন প্রভৃতি কার্যক্রম মডেল মসজিদ থেকে পরিচালিত হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতারোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এসব মসজিদ থেকে।
জানা গেছে, ২০১৯ সালের ২৪ মার্চ ঠিকাদার প্রতিষ্ঠান এএসআই জেবি; যার সত্বাধীকারি পার্শবর্তী মঠবাঠিয়া পৌরসভার পৌর মেয়র ফেরদৌস আহমেদ মডেল মসজিদের নির্মানের কাজ শুরু করে। নির্মাণে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ দ্বিতীয় দফা টেন্ডারে মসজিদ নির্মাণ ব্যয় ১৩ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার ১৬ টাকায় উন্নীত করে ২৪/০১/২০২৪ সালে পুনরায় মডেল মসজিদের কাজের দায়িত্ব পায় এমকেটি ঠিকাদার প্রতিষ্ঠান।
উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সত্বাধিকারি জনাব রিপন ওরেফে রাঙ্গা রিপন, যিনি আওয়ামীলীগের একজন নেতা ও বর্তমানে জেল হাযতে থাকায় আবার ঝিমিয়ে পরেছে মসজিদ নির্মাণ কাজ। জেলার ৬ উপজেলার মধ্যে বামনায় অদ্যাবধী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়দের মাঝে তৈরী হয়েছে অসন্তোষের।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বামনা প্রেসক্লাবের পক্ষে ঠিকাদার প্রতিষ্ঠান অপসরণ পূর্বক দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটি বরাবরে গত ১৫/১০/২০২৫ তারিখে লিখিত ভাবে অবহিত করেন বামনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি’র অহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া।
এর প্রেক্ষিতে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় বামনা উপজেলা গোল চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধন অংশগ্রহণ করেন বামনা উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবয়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়েত ইসলামী এর সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব সোবাহান খানসহ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, রায়হান নাজির ধলু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্নাসহ আরও অনেকে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এ বিষয়ে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান থেকে ম্যানেজার জনাব সুজন সাংবাদিকদের জানান- আমাদের মালিক দুইজনের মধ্য একজন রাজনৈতিক মামলায় জেলে ছিলেন এবং অন্যজনের মৃত্যু পরবর্তী সময়ে প্রয়াত মালিকের পক্ষে আমি সুজন ও রিপনের পক্ষে তার স্ত্রী কাজের দায়িত্বে থাকাকালিন সময়ে অর্থনৈতিক সংকটের কারনে মসজিদ নির্মাণ কাজ কিছুটা মন্থর হয়ে পরে। অনতিবিলম্বে মডেল মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বরগুনা জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম বলেন- ঠিকাদার প্রতিষ্ঠানকে মডেল মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হচ্ছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সন্তোষজনক পরিলক্ষিত না হলে প্রতিষ্ঠানের বিষয়ে দাপ্তরিক পদক্ষেপ গ্রহন করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
