বোয়ালখালীতে আলহাজ্ব মোস্তাক আহমদ খান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
বিপ্লব দাস (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে
বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলার সিনিয়র সদস্য চট্টগ্রাম ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব মোঃ মোস্তাক আহমদ খান এর নেতৃত্বে বোয়ালখালীর ঐতিহাসিক পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাক আহমদ খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, হাজী জামাল হোসেন চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, পৌরসভা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, পৌরসভা বিএনপির নেতা সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, ইউনুস, কাজী কামাল, চরদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শামশুর আলম, শ্রীপুর হরনদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক দিদার আলম, খোরশেদ আলম, জাহাঙ্গীর মাষ্টার, মনজুর হোসেন, হাচি মিয়া, হারুন চৌধুরী, জানে আলম, হাজী মোহাম্মদ মুছা, দুলু মেম্বার, আরফাত চৌধুরী, আজগর, মোঃ জাফর ভিপি ইসমাইল, আবদুর রহীম, রাশেদ সোহেল চৌধুরী, কালু আবুল মুনসুর, রিয়াজ, পৌরসভা যুবদলের সিঃ যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল, পৌরসভার সেস্বসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোঃ হারুন, সাবেক সদস্য সচিব মোহাম্মদ সাইফুল রেজা, যুবদল নেতা হাসান নাজিম, মেহেদী, আকিব, সোলেমান, খোরশেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোস্তাক আহমদ খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। তাঁরই আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে সুশাসন, আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। বিএনপি গণমানুষের অধিকার আদায়ে জন্মলগ্ন থেকেই কাজ করেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, সকলকেই স্ব, স্ব স্থান থেকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.