মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু স্বর্গের উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ এবং ব্যাল বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন

০ টি মন্তব্য 14 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
print news | শিশু স্বর্গের উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ এবং ব্যাল বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন | সমবানী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গের উদ্যোগে, এসিআই ফ্রীডম এর সহযোগিতায় স্কুল ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ) পঞ্চগড়ের ভজনপুর বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এবং মাসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে এবং শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের প্রেসিডেন্ট মুরাদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হামিদুল হাসান লাবু , বক্তব্য রাখেন সদর হাসপাতালের ইন্টার্ন নার্স নাজমিন আক্তার ইভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের অন্যান্য সদস্যবৃন্দ শিক্ষকসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হাসান লাবু বলেন, প্রত্যেক নারীর পিরিয়ড স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। এটি নিয়ে এখনো আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক নয়। তবে বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দারিদ্রতার কারণে এখনও বহু নারী মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আহমেদ আকন্দ ভাইয়ের এ কার্যক্রম সত্যিই প্রশংসাজনক।

উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন ,শিশুস্বর্গের এমন আয়োজন সত্যিই অসাধারন। আমরা শিশুস্বর্গের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। সদর হাসপাতালের ইন্টার্ন নার্স নাজমিন আক্তার ইভা আপার কাছ থেকে মেয়েদের পিরিয়ড হলে কি কি করণীয় তা জানতে পারলাম।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের পঞ্চগড়ের প্রেসিডেন্ট মুরাদ হাসান বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ হাতে নিয়েছি। তিনি আরো বলেন সীমান্ত জনপদের দরিদ্র পীড়িত পরিবারের মেয়েরা মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নয়। সামাজিক লজ্জায় অনেক কিছু গোপন করে।

সামান্য একটু অসচেতনতার কারণে শরীরে বড় বড় রোগের বাসা বাধে। আমাদের সংগঠনের পক্ষ থেকে বাল্য বিয়ে নিরুৎসাহিত করন এবং মাসিক স্বাস্থ্য সচেতনা কার্যক্রম শুরু করেছিলাম এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। এসময় ব্যাল্য বিবাহ এবং আত্মহত্যা কে না বলবো, এবং ব্যাল বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading