এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০২৫ বর্ষের বোর্ড গঠন
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ১৪তম বার্ষিক সাধারণ সভা গত ১৯ নভেম্বর ২০২৪ইং মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুলাউড়াস্থ পাকশী রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে ক্লাব প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ক্লাব পি.পি. এপে. তোফায়েল আহমদ ডালিম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর গভর্নর এপে. এড. মো. আব্দুল খালিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.পি.ডি.জি-৪ এপে. এড. মো. জালাল উদ্দিন, ডি.জি-৪ (ইলেক্ট) এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বারবৃন্দ এপে. এমদাদুল ইসলাম ভুট্টো, এপে. উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, এপে. এ.এফ.এম ফৌজি চৌধুরী, পি.ডি.জি-৪ এপে. আহমদ জাকারিয়া, পি.ডি.জি-৪ এপে. এড. মাছুম আহমদ, পি.ডি.জি-৪ এপে. মো. শাহেদুর রহমান শাহেদ ও এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট এপে. হাবিবুন নবী সাহেদ, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ এর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এড. রাজন দেব বাবলু প্রমুখ।
উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন ক্লাব পি.পি বৃন্দ এপে. শহীদুল ইসলাম তনয়, এপে. শাহীন আহমদ, এপে. ডা. হেমন্ত চন্দ্র পাল, এপে. শরীফ আহমদ, এপে. কাজী কুহেলা বেগম, এপে. সুরমান আহমদ, এপে. শফিউল আলম সৌরভ সহ ক্লাব বোর্ড মেম্বরবৃন্দ ও অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ। ক্লাব বোর্ড নির্বাচনে চিফ ইলেকশন কমিশনারের দায়িত্ব পালন করেন ২০২৪ বর্ষের জেলা-৪ এর গভর্নর এপে. এড. মো. আব্দুল খালিক।
ইলেকশন কমিশনারের দায়িত্ব পালন করেন আই.পি.ডি.জি-৪ এপে. এড. মো. জালাল উদ্দিন ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপে. উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড থেকে দায়িত্বপ্রাপ্ত ইলেকশন অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন পি.ডি.জি-৪ এপে. মো. শাহেদুর রহমান শাহেদ। পরবর্তীতে নির্বাচন কমিশনার এপে. এড. মো. আব্দুল খালিক এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০২৫ বর্ষের বোর্ড মেম্বারবৃন্দদের নাম ঘোষনা করেন।
প্রেসিডেন্ট এপে. মো: জুবায়ের আহমদ সুহেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মুহিত বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পান্না চন্দ্র নাথ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিকেক্টর এপে. মো: আব্দুল জলিল, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. মো: মাহমুদুর রহমান কবির, ট্রেজারার এপে. প্রশান্ত দেবনাথ, সার্ভিস ডিরেক্টর এপে. মো. সেলিম আহমদ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. রাসেল আহমদ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. কাওছার আহমদ চৌধুরী সাব্বির, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. আশীষ আচার্য্য অপু, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. দোলন ধর।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
