মনপুরায় এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা
প্রতিনিধিঃ
সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)

মনপুরায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা ক্যাম্পেইন করা হবে। এবং হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এই টিকার কার্যক্রম চলবে। এতে উপজেলায় ৬ হাজার ২ শত কিশোরী নারীকে এই টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কবির সোহেল এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মনপুরার থানার সহকারি পরিদর্শক এসআই মোঃ জামাল উদ্দিন, আরটিভি ও ভোরের কাগজ প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত। এছাড়াও সকল মসজিদের ইমাম ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানে বোরহানউদ্দিনে পালিত হলো জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫
- ৫ আগষ্টের পর বোরহানউদ্দিনে আওয়ামীলীগের একটি বাড়ীতেও হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি – সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম
- ৫৩ তম সমবায় দিবস পালিত।
- অপারেশন ডেভিল হান্ট : নৌবাহিনীর অভিযান বোরহানউদ্দিনে আটক এক জেল জরিমানা
- অবশেষে বন্ধ হলো চরফ্যাশন সড়কের পরিবহন থেকে টোল আদায়
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.