বিরানপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আসামি আটক
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে প্রতিবেশ ৭ বছরের ২ জন শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা মামলায় মুমিনুর ইসলাম (৫৪) নামে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার দিওড় ইউনিয়নে উত্তর পাড়া গ্রামে আনুমানিক সাড়ে ৫ টার সময় আসামির বাড়িতে প্রতিবেশী ৭ বছরের ২ জন শিশু কন্যাকে টেলিভিশন দেখার জন্য রুমের ভিতরে নিয়ে যায় মমিনুর ইসলাম (৫৪)। ধর্ষণের উদ্দেশ্যে রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়।
একপর্যায়ে দুইজন শিশুর মধ্যে একজনকে জোড় পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সে। শিশু দুটি চিৎকার করলে আসামি মমিনুর ইসলাম তাদের গলা চেপে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে এই ঘটনা কাউকে যেন না বলে সে বিষয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।
পরে শিশু দুটি তাদের মায়ের কাছে ঘটনার বিষয়ে জানায়। বিষয়টি আস্তে আস্তে জানাজানি হলে আসামি কৌশলে ঘটনাস্থল হতে সরে পরে।বর্তমানে শিশু দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে শিশু দুটির পরিবার বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিরামপুর থানা পুলিশ আসামি মমিনুর ইসলামকে গ্রেফতার করে।আসামি মমিনুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় উত্তর পাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন, বর্তমানে শিশু দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.