কুড়িগ্রামে নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয় কুড়িগ্রাম শহরের সবুজপাড়া এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক জনসমাবেশে মিলিত হয় ।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া।এসময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার আব্দুল হক সানি, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডাঃ নজরুল ইসলাম ও সদস্য সচিব আরিফুজ্জামান সাগর প্রমুখ বক্তব্য রাখেন। নতুন এবি পার্টির এ সমাবেশে আগামী দিনে দলের পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। একইসাথে আগামী জাতীয় সংসদসহ সকল নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.