আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকার ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পুলিশ ও আনসারের পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, অস্থায়ী তারাকান্দা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিতোষ সরকার প্রমুখ।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতারা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, জুলাই আহত ও নিহত পরিবারের সদস্য সহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা জানান, চলতি বছর ফুলপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ওসি আব্দুল হাদি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। তবে সকলকেই সার্বিকভাবে সহযোগিতায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারি। কোন প্রকার সন্দেহজনক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবার আগেই আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ইউএনও ০১৭৩৩-৩৭৩৩৪০, ওসি ০১৩২০-১০৩৪৫১ আর্মি ক্যাম্প ০১৮৬১-৫৯৩০০৯ নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ২৪ ঘন্টা হটলাইন চালু আছে ৯৯৯ ।
পরে সমাপনি বক্তব্যে ইউএনও বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবটি নতুন নয় এটি শত বৎসরে একটি উৎসব। শারদীয় উৎসবটি এর আগেও পালিত হয়েছে আগামীতেও হবে। প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পাশাপাশি নির্বঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সেবা ও ফায়ার সার্ভিস সহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারের দুর্গোউৎসবও শান্তিপূর্ণ ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপিত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.