লালমোহন সাবেক পৌর মেয়র কবির পাটওয়ারীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
প্রতিনিধিঃ
ইউসুফ আহমেদ লালমোহন(ভোলা

ভোলার লালমোহন উপজেলার বিএনপির সাবেক সভাপতি, লালমোহন পৌরসভার সাবেক কর্মবীর মেয়র আলহাজ্ব এনায়েত কবীর পাটওয়ারীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার আসরবাদ কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক ও মরহুম এনায়েত কবীর পাটওয়ারীর ছোট ভাই সোহেল আজীজ শাহীন, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহীন, কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আউয়াল।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.