নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের মূল হোতা সহ ৪ জন গ্রেফতার
প্রতিনিধিঃ
লিটন সরকার, নীলফামারী

নীলফামারীতে অনলাইন ভিসার প্রলোভনে প্রায় ১৯ লাখ টাকার প্রতারণার ঘটনায় সক্রিয় একটি চক্রের মূল হোতাসহ চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ জুন ২০২৫) বিকেলে কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আক্তার হোসেন। অভিযানের সময় আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মোঃ নয়ন (২৯), পিতা- মৃত আলাউদ্দিন ছৈয়াল, গ্রাম- দক্ষিণ ডামুড্যা, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুর, সম্প্রতি ১৯ লাখ ১০ হাজার টাকা প্রতারণার শিকার হন। তিনি অভিযোগ করেন, একটি অনলাইন পেজের মাধ্যমে বিদেশে চাকরির ভিসা করে দেওয়ার প্রলোভনে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশে দ্রুত অনুসন্ধান শুরু করে গোয়েন্দা টিম। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তারা অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ থেকে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে।
১। মোঃ রুজু (১৯)
২। মোঃ রাজু (২৬)
(উভয়ের পিতা- মোঃ কহিনুর)
৩। মোঃ শাকিল (২৫), পিতা- মোঃ মনোয়ার হোসেন
৪। মোঃ আল আমিন (২০), পিতা- মৃত মুকুল
(সকলেই মুসরুত এলাকা, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিসার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিত।
আটকদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ১৭(২)(খ), ১৮(২)(গ), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২) ধারাসহ দণ্ডবিধির ৪১৭, ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২২, তারিখ- ২২/০৬/২০২৫)। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অনলাইন মাধ্যমে প্রতারণা করে মানুষের রুজি-রোজগার এবং স্বপ্নের সাথে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
সাধারণ মানুষকে এমন ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
যেকোনো অনলাইন ভিসা কিংবা বিদেশে চাকরির প্রলোভন পেলে আগে ভালোভাবে যাচাই করুন। কোনো তথ্য যাচাই না করে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন এবং প্রতারণার শিকার হলে নিকটস্থ থানায় বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.