চিলমারীতে ছয় ইউনিয়নে বাল্য বিবাহের শিকার ৩৩১ শিশু ঝুঁকিতে ৪৭৬জন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে ৩৩১জন শিশু। এছাড়াও বাল্যবিবাহের ঝুঁকিতে ৪৭৬জন কিশোর-কিশোরী রয়েছে বলে চিহ্নিত করেছে বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ। তাদের মাধ্যমে পরিচালিত চাইল্ড নট ব্রাইট প্রকল্পের যুব প্লাটফর্মের সদস্যরা এই ঝুঁকি নিরুপণ করে। ঝুঁকিতে থাকা এসব কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় যুব প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চিলমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় ৬টি ইউনিয়নের যুব প্ল্যাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সেখানে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হৃদয় মাহমুদ, সিএনবি প্রকল্পের টৈকনিক্যাল অফিসার মো.আবদুল মমিন হোসেন প্রমুখ।
সমন্বয় সভায় যুব প্লাটফর্মের সদস্যরা জানান, চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শিশু রয়েছে রানীগঞ্জ ইউনিয়নে। সেখানে ১৬৩ জন শিশু বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে এবং এরইমধ্যে ৯৮ জন শিশুর বিবাহ হয়ে গেছে। এছাড়াও চিলমারী সদর ইউনিয়নে ঝুঁকিতে রয়েছে ১০১ জন, বিয়ে হয়েছে ৫০ জনের।
রমনা ইউনিয়নে ৮৮ জন শিশু ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনের বিয়ে হয়ে গেছে। থানাহাট ইউনিয়নে ৬৩ জন ঝুঁকিপূর্ণ রয়েছে, বিয়ে হয়েছে ৪৫ জনের। নয়ারহাট ইউনিয়নে ৭৬ জন ঝুঁকিপূর্ণ শিশু রয়েছে, যাদের মধ্যে ৪৫ জনের বিয়ে সম্পন্ন হয়েছে। অষ্টমীর চর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা ৪০ হলেও বিয়ে হয়ে গেছে ৪৫ জনের, যা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এসময় বক্তারা বলেন, শুধুমাত্র আইন দিয়ে বাল্যবিবাহ ঠেকানো সম্ভব নয়। এই সমস্যার সমাধানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সমাজের তরুণ প্রজন্ম। তাদের সচেতনতা, দায়িত্বশীলতা ও উদ্যোগই পারে একটি সহনশীল এবং শিশু-বান্ধব সমাজ গড়তে।
সভায় আরও জানানো হয়, চিলমারী উপজেলায় গঠিত ৬টি ইউনিয়নের যুব প্ল্যাটফর্ম ইতোমধ্যে ইউনিয়নভিত্তিক ঝুঁকিপূর্ণ শিশুদের তালিকা প্রস্তুত করেছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, আরডিআরএসবপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার আয়োজন করে ‘চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্প, যা বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.