মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুরে প্রতারণা করে দুই ডাব ব্যবসায়ীকে এনে আটক ও মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য গ্রেফতার

০ টি মন্তব্য 2 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ)
print news | ফুলপুরে প্রতারণা করে দুই ডাব ব্যবসায়ীকে এনে আটক ও মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য গ্রেফতার | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে ডাব বিক্রির কথা বলে দুই ব্যবসায়ী কে এনে আটকপূর্বক মারধর ও মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। রবিবার রাতে তাদের আটক করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়,একটি প্রতারক চক্র নারিকেলের বাগান হইতে প্রতিটি ডাবের ৪০ টাকা মূল্য নির্ধারন করে প্রায় ১২শ ডাব বিক্রির কথা ভোলা জেলার ডাব ব্যবসায়ী মোঃ ফরিদ উদ্দিন (৬৫) ও তার ভাগ্নে মোঃ ইউসুফ আলী (৩০)কে ১ নভেম্বর শনিবার ঢাকা হতে ময়মনসিংহে ফুলপুরে নিয়ে আসে। প্রতারক চক্রের কথা বিশ্বাস করে এবং অধিক ব্যবসায়ী লাভবান হওয়ার আশায় মামা-ভাগ্নে ফুলপুরে আসে। ফুলপুর বাসস্ট্যান্ড থেকে তাদের রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় প্রতারক চক্রের সদস্য নারিকেল বাগানের প্রজেক্টের উদ্দেশ্যে উপজেলার বাতিকুড়া সাকিনস্থ রৌহার বিল রিফুজি টিলা নামকস্থানে নিয়ে যায়।

সেখানে নিয়ে নুর ইসলামসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে দুই ডাব ব্যাবসায়ী মামা-ভাগ্নেকে গামছা দিয়ে হাত বেঁধে খুন জখমের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ শারিরীক নির্যাতন করে এবং তাদের সাথে থাকা ব্যাগে রক্ষিত নগদ ৮৯ হাজার ৬০০ টাকা, ০২টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয়।

সেই সাথে আরও মুক্তিপন হিসাবে ৭০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরিবারের লোকজনকে জানালে অজ্ঞাতনামা ব্যক্তির ০১৮২১-৮৮৫৪৫১ বিকাশ নম্বরে ৭ হাজার টাকা পাঠায়। উক্ত ঘটনার বিষয়ে মেয়ের জামাই সাহাব উদ্দিন বুঝতে পেরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করিলে ফুলপুর থানা পুলিশকে অবহিত করেন। ফুলপুর থানা পুলিশ অবহিত হওয়ার পর তাৎক্ষনিক ব্যবসায়ী মামা-ভাগ্নেকে উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করেন। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ২.৩০ টার দিকে তাদের দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় প্রতারকচক্র।

পরে ফুলপুর থানা পুলিশ ডাব ব্যবসায়ী মোঃ ফরিদ উদ্দিন ও তার ভাগ্নে মোঃ ইউসুফ আলীকে উদ্ধার করে। পরে এ ঘটনায় ব্যবসায়ী মোঃ ফরিদ উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে ফুলপুর থানায় মামলা নং ২ তারিখ-০২/১১/২০২৫ দায়ের করেন।

মামলা দায়েরের পর ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদির দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল কাদের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্য ফুলপুর উপজেলার বনগাঁও গ্রামের রুসমত আলীর পুত্র মোঃ নূর ইসলাম, দর্জিপয়ারী গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মোঃ রেজাউল(২২) ও বনগাঁও গ্রামের আব্দুল মন্নাছের পুত্র অটো চালক ইয়াছিন (২৫)কে গ্রেফতার করে সোমবার (১০ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আসামিদের রাতে গ্রেফতার করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading