দুমকিতে বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন।।
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে অবস্থিত হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ ও বিদ্যালয়ের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর এবং পুড়িয়ে ধ্বংস করার অভিযোগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয়টির মাঠ অবৈধ দখল করে চারপাশে চট দিয়ে বেড়া দেওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করতে না পারায় বর্তমানে বন্ধ আছে শিক্ষা কার্যক্রম।
শনিবার(২০আগস্ট) সকাল ১০টায় দুমকি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ে সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নংওয়ার্ড চরবয়ড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ২০০৬ ইং সালে হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠার পর ২০শতাংশ জমি ক্রয় করে এমপি ৯৩২/১১ এর আদেশ ও স্থানীয় সালিশ গনের রোয়েদাতনামার মাধ্যমে মিমাংসিত জমিতে স্থায়ী ক্যাম্পাসে স্কুল ঘর নির্মাণ করা হয়। দীর্ঘ ১৩ বছর যাবৎ চলমান স্কুলে স্হানীয় মুসা হাওলাদার, রাকিবুল ইসলাম, নিজাম উদ্দিন, আ:কুদ্দুস,মো: সিদ্দিকও মো: শাহিন হাওলাদার গত১৭ই জুন/২৫ইং তারিখ দেশীয় অস্ত্র নিয়ে রাত ২ঘটিকায় স্কুল মাঠের কাঁটাতারের পিলার উপড়ে ফেলে চটের বস্তা ও টিন দিয়ে সমস্ত স্কুল ঘর ও খেলার মাঠ অবরুদ্ধ করে ঘর উঠিয়ে মুসা মঞ্জিল নামে একটি সাইনবোর্ড টানিয়ে স্কুল মাঠটি দখল করে নেয়। এবং স্কুলের চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, বৈদ্যুতিক সিলিং ফ্যান, স্টিলের আলমারি ভাঙচুর লুটপাট শেষে স্কুল গৃহে আগুন লাগিয়ে দেয়। আলমারিতে রক্ষিত স্কুলের কাগজপত্রাদি রক্ষিত পুরাতন পরীক্ষার পেপার ও রেজিস্টার খাতা শিক্ষা সমগ্রী পুড়িয়ে ফেলে এবং স্কুলের অধিকাংশ টিনের চাল উপড়ে ফেলে।
বর্তমানে স্কুল মাঠে চট ও টিনের বেড়া দেওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পারায় বন্ধ হয়ে যায় শিক্ষার কার্যক্রম। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়। তিনি আরো বলেন স্কুল ঘর ও খেলার মাঠ অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে পূর্বের ন্যায় শিক্ষার কার্যক্রম চালু করা যায় তার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন করছি।
প্রতিবেদকের সরোজমিনে গিয়ে উক্ত ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রধান অভিযুক্ত মুসা হাওলাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.