নবাব আলী আব্বাস ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে কুলাউড়ার রাজনীতিতে হবে জার্সি বদলেরএক ইতিহাস -প্রবাসী সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দিপু
প্রতিনিধিঃ
সিলেট

সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান অতীতে তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হলে এটি হবে কুলাউড়ার রাজনীতিতে জার্সি বদলের এক ইতিহাস।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার কৃতী সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে কুলাউড়া ও দেশের পরিবর্তন ঘটবে।
তিনি আরও বলেন, বিপ্লবের পরও দেশ এখনো আগের মতোই রয়ে গেছে। কুলাউড়াকে পরিবর্তন করতে যেকোনো সহায়তায় আমি প্রস্তুত। কুলাউড়া ভালো থাকলে আমিও ভালো থাকবো।
রোববার (১০ আগস্ট) রাত ১০ টায় কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু।
সভায় গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের৷ আত্মার মাগফেরাত কামনা করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি। দাবি জানান সর্বোচ্চ শাস্তির। এসময় তিনি নিউইয়র্ক সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা, কুলাউড়ার সন্তান দিদারুল ইসলামকে স্মরণ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। সমবেদনা জানান শোকাহত পরিবারের প্রতি।
দৈনিক আমার দেশের কুলাঊড়াপ্রতিনিধিও সাপ্তাহিক মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চীফ সিলেটের সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, ও দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যম কর্মীদের সাধারণ মানুষের হয়ে কাজ করার আহবান জানান।
দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বাসসের সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, যুগান্তরের কুলাঊড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, সাপ্তাহিক মানবঠিকানার মফস্বল সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম খান হিরো, মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আলাউদ্দিন কবির, আমার সংবাদ প্রতিনিধি এইচডি রুবেল প্রমুখ। ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.