সিলেট জেলা ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির অফিস রক্ষার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন
প্রতিনিধিঃ
দপ্তর সম্পাদক হারুনুর রশিদ

সিলেট জেলা ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ রেজিঃ নং-৯৫/৪১, পৌর বিপনী মার্কেটে অফিস রক্ষার দাবীতে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পৌর বিপনী মার্কেটের সামনে এই মানব বন্ধন কর্মসূচী আয়োজন করা হয়। মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সহ-সভাপতি হাসু মিয়া, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম খান, প্রচার সম্পাদক আবু সালেহ, সদস্য সোলেমান আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি আব্দুস সালাম, লিটন গাজী, সুকেশ বাবু, হারুন, সুমন আহমদ, জসিম আহমদ, দুলাল মিয়া, মনু গাজী, আকরাম হোসেন, ফারুক আহমদ, খোকন গাজী, সায়মন মিয়া, বাদল মিয়া, শাহ আলম, হানিফ, দোয়েল আহমদ, আলম গাজী, সাইদুল মিয়া, আউয়াল আহমদ, মুছা খান, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমদ গাজী, সাংগঠনিক শফিক গাজী, মিজান মিয়া, আব্দুল মালেক, জমির আহমদ, প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে সিলেটে পৌর বিপনী মার্কেটে দ্বিতীয় তলায় অফিস হিসেবে ব্যবহার করে আসছি। সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরান আমাদের মৌখিকভাবে অফিস ব্যবহার করার অনুমতি দেয়। তিনি বলেন যতদিন মার্কেট আছে ততদিন হকার্স সমিতির পত্রিকার অফিস থাকবে। এখন আমাদের সংবাদপত্র হকার্সদের অফিস অবৈধ স্থাপনা বলে ভেঙ্গে দিতে চায়।
আমাদের দাবী আমরা এত হকার্স নিয়ে কোথায় যাবো। সাবেক মেয়র আরিফুল হক চৌধূরী এই মার্কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আমাদের সিলেট জেলা ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর অফিস উচ্ছেদ করে নাই। আমরা এখান থেকে সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও শহরের বিভিন্ন স্থানে পত্রিকা বিলি বল্টন করে থাকি।
আমরা এখানে দীর্ঘদিন যাবত আমাদের অফিস হিসেবে ব্যবহার করছি, আজ একটি মহল চাচ্ছে আমাদের অফিস এখান থেকে উচ্ছেদ করে দিতে। বক্তারা আরো বলেন যদি আমাদের অফিস ভেঙ্গে দেওয়া হয় তাহলে আমরা সিলেট সিটি কর্পোরেশন ঘেরাও করতে বাধ্য হবো। তাই আমরা চাই এই মার্কেটে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অফিস করতে।
উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর (রবিবার) সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে সিলেট জেলা ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ রেজিঃ নং-৯৫/৪১।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.