
বাগেরহাটের ফকিরহাটে শনিবার বিকেলে রূপপুর পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সফলতা ও নিরাপদ কার্যক্রমের জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট কেন্দ্রীয় কালিমন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
সভায় বক্তব্য দেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সাবেক মেয়র জুলফিকার আলী এবং মোংলা থানা বিএনপির সভাপতি মান্নান হালদার,রামপাল বিএনপি সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম তুহিন, ফকিরহাট বিএনপি সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী,নোমান আলী মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রার্থনা সভার পৌরহিত্য করেন শ্রী শিবনাথ রায় (শিবানন্দ), ফকিরহাট সেবাশ্রম সংঘ, যিনি উপস্থিত সকলের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।
আয়োজকরা জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রগতি ও উন্নয়নের নতুন সম্ভাবনার প্রতীক। শান্তি ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত এই প্রার্থনা সভা সেই বার্তাই বহন করেছিল।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত